বাংলা

টোকিওতে জমজ জায়ান্ট পান্ডার জন্মদিন পালিত

CMGPublished: 2024-06-25 00:03:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ২৪, সিএমজি বাংলা ডেস্ক: জাপানের রাজধানী টোকিওর উয়েনো জুওলজিক্যাল গার্ডেনে পালিত হয়েছে সিয়াও সিয়াও ও লেই লেই জমজ জায়ান্ট পান্ডার তৃতীয় জন্মবার্ষিকী। রোববার এই জমজের জন্মদিনের আনন্দে মেতে ওঠেন জাপানিরা।

একটি ডিপার্টমেন্টাল স্টোরের বাইরে ২০ মিটার দৈর্ঘ্যের পোস্টার টানানো হয় শুভ পান্ডাফুল দিন শিরোনামে । পাশাপাশি জন্মদিনের থিমসহ একটি উইন্ডো ডিসপ্লেও করা হয়। যেখানে দেখানো হয় তাদের বিগত বছরগুলোর বিভিন্ন সুখময় মুহূর্ত।

দুই জমজের জন্মদিনকে ঘিরে বহু পর্যটক ভিড় করেন সেখানে, আর উপভোগ করেন জন্মদিনের বিশেষ উদযাপন।

নাহার/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn