গ্র্যান্ড ক্যানেলের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্তির ১০ম বার্ষিকী উদযাপন করল চীন
জুন ২৪, সিএমজি বাংলা ডেস্ক: ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার ১০ম বার্ষিকী উদযাপন করেছে চীনের বেইজিং-হাংচৌ গ্র্যান্ড ক্যানেল। বিশ্বের দীর্ঘতম কৃত্রিম জলপথ এই ক্যানেল। যেটি ২০১৪ সালের ২২ জুন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত হয়।
চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ন্যাশনাল কালচারাল হেরিটেজ অ্যাডমিনিস্ট্রেশন এবং আরও কিছু বিভাগ যৌথভাবে ১০ম বার্ষিকী উদযাপনের আয়োজন করে।
চীনের উত্তর ও দক্ষিণে আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা এই ক্যানলের দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার। এ ছাড়া এই ক্যানেলের রয়েছে ২ হাজার ৫০০ বছরেরও বেশি সময়ের ইতিহাস।
নাহার/শান্তা