বাংলাদেশের পদ্মা রেলসেতু সংযোগ প্রকল্প পরিদর্শন করলেন চীনা মন্ত্রী
জুন ২৪, সিএমজি বাংলা ডেস্ক : বাংলাদেশের পদ্মা সেতু ও রেলওয়ে সংযোগ প্রকল্প পরিদর্শন করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ চিয়ানছাও। চার দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকায় এসেছেন তিনি।
পদ্মা সেতু ও রেলওয়ে সংযোগ প্রকল্প পরিদর্শনে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের কর্মকর্তারা।
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ রেলপথ বাংলাদেশ ও চীনের মধ্যকার অন্যতম জি-টু-জি (সরকার-সরকার) প্রকল্প এবং এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পের নির্মাণকাজ করেছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এবং এতে অর্থায়ন করেছে এক্সিম ব্যাংক অব চায়না।
পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার। এটি ঢাকা থেকে শুরু হয়ে যশোর গিয়ে শেষ হয়েছে। এই রেলপথের পুরো কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা রয়েছে।
নাহার/শান্তা