সংস্কৃতি জানতে চীন ভ্রমণে যুক্তরাষ্ট্রের ৪২৭ শিক্ষক-শিক্ষার্থী
জুন ২৪, সিএমজি বাংলা ডেস্ক: সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ২৪টি স্টেটের ৪২৭ শিক্ষক-শিক্ষার্থী চীন ভ্রমণ করেছেন। এ সময় তারা স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে চীনের বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র ঘুরে দেখেন। পাশাপাশি তারা চীনা ভাষা, ইতিহাস সম্পর্কেও ধারণা লাভ করেন।
মূলত চীন-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী এবং দুই দেশের তরুণদের মধ্যে বোঝাপড়া এবং যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সফরকালে উভয় দেশের শিক্ষার্থী এবং শিক্ষকরা ঐতিহাসিক থাইছেং সিটির প্রাচীন নগরপ্রাচীরের উপর দিয়ে হাঁটেন এবং একটি স্থানীয় স্কুলে প্রথাগত পদ্ধতিতে প্রাচীরের ইট তৈরির অভিজ্ঞতা লাভ করেন।
ঘুরতে আসা এক শিক্ষার্থী বলেন, এটি একটি অসাধারণ অভিজ্ঞতা। আমি চীনের সমৃদ্ধ ইতিহাস ও প্রাণবন্ত সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু শিখেছি।
যুক্তরাষ্ট্রের শিক্ষক ব্রায়ান্ট কারটিস এই সফরে মুগ্ধ বলে জানান। ভবিষ্যতে আবার চীনে আসার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এছাড়া শিক্ষক-শিক্ষার্থীরা চিয়াংসু প্রদেশের ১৩টি শহরও পরিদর্শন করেন।
শুভ/শান্তা