ভর্তুকি-অভিযোগের তদন্ত নিয়ে পরামর্শ করতে সম্মত চীন ও ইইউ
জুন ২৩, সিএমজি বাংলা ডেস্ক : চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর ইউরোপীয় ইউনিয়নের ভর্তুকির অভিযোগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রোভস্কিস। শনিবার ভিডিও লিঙ্কে আলোচনার সময় এ ঐকমত্যে পৌঁছান দুই কর্মকর্তা। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একই দিনে, ওয়াং জার্মান ভাইস চ্যান্সেলর রবার্ট হ্যাবেকের সঙ্গেও দেখা করেন এবং তদন্তের বিষয়ে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করেন। এসময় ওয়াং ওয়েনথাও বলেন, চীন যৌক্তিক এবং পেশাদার পদ্ধতিতে বাণিজ্য বিবাদ এড়াতে উভয় পক্ষের যুক্তিসঙ্গত উদ্বেগ বিবেচনা করতে ইচ্ছুক এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যদি আলোচনার টেবিলে বসতে চায় তবে ইভি নিয়ে আলোচনা ও পরামর্শের জন্য প্রস্তুত রয়েছে চীন।
এই বছর চীন এবং জার্মানির মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের দশম বার্ষিকী উল্লেখ করে তিনি বলেন, জার্মানি ইইউতে ইতিবাচক ভূমিকা পালন করবে।
জার্মানি এবং চীন বিশ্বায়নের সমর্থক এবং সুবিধাভোগী বলে উল্লেখ করে হ্যাবেক বলেন, চীনা বৈদ্যুতিক গাড়িতে ইউরোপীয় ইউনিয়নের ভর্তুকির অভিযোগের বিরুদ্ধে তদন্তের ব্যাপারে জার্মান সরকার গভীরভাবে উদ্বিগ্ন, যা ইউরোপের সবুজ রূপান্তর এবং ভোক্তা স্বার্থে নেতিবাচক প্রভাব ফেলবে। আলোচনা ও পরামর্শ এই সমস্যা সমাধানের একমাত্র উপায় বলে মনে করেন হ্যাবেক।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি : সিজিটিএন