মেখং নদীতে চীনসহ চার দেশের যৌথ টহল
জুন ২৩, সিএমজি বাংলা ডেস্ক: মেখং নদীতে চীন, লাওস, মায়ানমার এবং থাইল্যান্ডের ১৪২তম যৌথ টহল শেষ হয়েছে। নদীর নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে যৌথ এ টহল পরিচালনা করা হয়।
সম্প্রতি টহল শেষে চীনের দুটি আইনশৃঙ্খলা রক্ষাকারী জাহাজ দেশটির ইয়ুননান প্রদেশের চিংহা ও কুয়ানলেই বন্দরে পৌঁছেছে।
গত ১৮ জুন থেকে শুরু হয় চার দিনব্যাপী এ যৌথ টহল। এ সময় মোট ৬৩০ কিলোমিটার অঞ্চলে নিরাপত্তার বিষয়গুলো দেখা হয়। এতে চারটি দেশের সাতটি জাহাজ এবং ১৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
২০১১ সালের ডিসেম্বর থেকে চারটি দেশ যৌথভাবে নদীতে টহল পরিচালনা করছে।
শুভ/নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি