বাংলা

টেকসই ভবিষ্যতের মডেল নিংসিয়া

CMGPublished: 2024-06-21 16:03:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং গত বুধবার উত্তর-পশ্চিম চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চল পরিদর্শন করেছেন। নিংসিয়ার আঞ্চলিক রাজধানী ইনচুয়ানের একটি আবাসিক এলাকা পরিদর্শন করেন তিনি। স্থানীয় বাসিন্দারা কীভাবে প্রাদেশিক পরিষেবাগুলো পুরোপুরি উপভোগ করছে তা জানার চেষ্টা করেন তিনি। এ ছাড়া তাদের জীবনযাপন ও সাংস্কৃতিক কার্যক্রম সম্পর্কেও খোঁজ খবর নেন।

সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশগত সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে নিংসিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল । ৬৬ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত চীনের এই প্রাদেশিক অঞ্চল। এখানকার জনসংখ্যা প্রায় ৭৩ লাখ।

২০২৩ সালে, নিংসিয়ার জিডিপি ছিল ৭৩.২ বিলিয়ন ডলার, যা তার আগের বছরের তুলনায় ৬.৬ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম প্রান্তিকে এখানকার আঞ্চলিক জিডিপি বেড়েছে ৫.৮ শতাংশ। তাছাড়া সবুজ উন্নয়ন এবং পরিবেশগত সুরক্ষার ক্ষেত্রেও অসামান্য অবদান রাখছে নিংসিয়া।

চীনের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারেও গত পাঁচ বছরে ধরে এগিয়ে আছে নিংসিয়া। প্রদেশের ৯৭ শতাংশেরও বেশি জ্বালানি এখন নবায়নযোগ্য।

ইয়েলো নদীর অববাহিকায় অবস্থিত নিংসিয়া চীনের একমাত্র প্রাদেশিক-স্তরের প্রশাসনিক অঞ্চল, যেখানে রয়েছে পাহাড়, নদী, বন, মাঠ, হ্রদ, তৃণভূমি ও মরুভূমি। এখানকার কৃষি শিল্পের বিকাশ ত্বরান্বিত হয়েছে এবং একটি আধুনিক গ্রামীণ শিল্প ব্যবস্থাও গড়ে উঠেছে।

পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সাথেও সহযোগিতার সম্পর্ক গভীর করছে নিংসিয়া। এই সহযোগিতার মূল লক্ষ্য হল শহর ও গ্রামীণ এলাকার সমন্বিত উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচিকে আরও বিস্তৃত করা।

‘চীনের কম্পিউটিং ক্যাপিটাল’ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে প্রদেশটির কর্তৃপক্ষ।

সৌরভ/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn