বাংলা

মিশরের বাইরে মিশরীয় শিল্পকর্মের বড় প্রদর্শনী শাংহাই সিটিতে

CMGPublished: 2024-06-21 15:58:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ২১, সিএমজি বাংলা ডেস্ক: প্রাচীন মিশরীয় শিল্পকর্মের এত বড় প্রদর্শনী মিশরের বাইরে এর আগে আর হয়নি। মিশর থেকে ৭৮৮টি শিল্পকর্ম ও নিদর্শন এর মধ্যেই চীনের শাংহাই সিটিতে এসে পৌছেছে। ‘সামিট অব দ্য পিরামিড: এনসিয়েন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন(পিরামিডের শীর্ষ: প্রাচীন মিশরীয় সভ্যতা) শীর্ষক এক প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে ১৯ জুলাই শুরু হবে। শাংহাই জাদুঘরে অনুষ্ঠেয় এ প্রদর্শনী চলবে ২০২৫ সালের ১৭ আগস্ট পর্যন্ত। ১৩মাসব্যাপী এই বিশাল প্রদর্শনী মিশরের সঙ্গে চীনের সাংস্কৃতিক যোগাযোগ আরও বৃদ্ধি করবে।

মিশরের পর্যটন মন্ত্রণালয়ের প্রত্নতাত্ত্বিক সাইদ এব্রাহিম আলাসসাল জানান, প্রাচীন মিশরীয় সভ্যতার যেসব নিদর্শন চীনে আনা হয়েছে তার অনেকগুলোই এশিয়ায় প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। তিনি জানান, মিশরের বাইরে মিশরীয় সভ্যতার নিদর্শনের এত বড় প্রদর্শনী এই প্রথম।

শাংহাই মিউজিয়ামে এরই মধ্যে এসব শিল্পকর্মও নিদর্শন সাজানো হচ্ছে। কিছু কিছু নিদর্শন দর্শকদের দেখার অনুমতিও মিলেছে।

শান্তা/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn