বাংলা

গ্রেটার বে এরিয়ায় প্রথম চীন-ইউরোপ মালবাহী ট্রেন চালু

CMGPublished: 2024-06-20 17:26:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ২০, সিএমজি বাংলা ডেস্ক: কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ায় বুধবার প্রথমবারের মতো ফুলটাইম সময়সূচী অনুসরণ করে চীন-ইউরোপ মালবাহী ট্রেন চালু করা হয়েছে। চীনের প্রধান অর্থনৈতিক অঞ্চল এবং ইউরোপের মধ্যে বাণিজ্যিক বিনিময়ে অবকাঠামোগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই ট্রেন চালু করা হয়।

বুধবার সকালে, এক্স ৮১২০ চীন-ইউরোপ মালবাহী ট্রেন, এয়ার কন্ডিশনার, কফি মেশিনের আনুষাঙ্গিকের মতো পণ্য বোঝাই করে কুয়াংচৌ আন্তর্জাতিক বন্দর থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশর উদ্দেশে যাত্রা করে।

চীন-ইউরোপ পূর্ণ-সময়ের সময়সূচী ট্রেন এমন একটি ট্রেন-পরিষেবা যা একটি নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী পরিচালিত হয়। এখানে প্রস্থানের সময়, রুট এবং স্টপ পূর্বনির্ধারিত এবং নিয়মিত।

অপারেশন শুরু হওয়ার পর থেকে, পূর্ণ-শিডিউল চীন-ইউরোপ মালবাহী ট্রেনটি প্রতি বুধবার কুয়াংচৌ আন্তর্জাতিক বন্দর থেকে ওয়ারশর উদ্দেশে ছেড়ে যাবে। এটি উত্তর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের এরেনহট স্থলবন্দরের মাধ্যমে দেশ ত্যাগ করবে। প্রায় ১১ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিবে। এই যাত্রায় ১৬ দিন সময় লাগবে বলে আশা করা হচ্ছে। এর ফলে একই রুটে আগের নিয়মিত মালবাহী ট্রেনের তুলনায় প্রায় ৩০ শতাংশ পরিবহন সময় সাশ্রয় হবে।

শান্তা/সৌরভ

Share this story on

Messenger Pinterest LinkedIn