ইউক্রেন সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য সহায়ক সকল প্রচেষ্টাকে সমর্থনের আহ্বান চীনের
জুন ১৯, সিএমজি বাংলা ডেস্ক: ইউক্রেন সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য সহায়ক সকল প্রচেষ্টাকে সমর্থন করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং। রাজনৈতিক মীমাংসার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে সংশ্লিষ্ট দেশগুলোকে উদ্দেশ্যমূলক এবং ন্যায্য অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে এ মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে মঙ্গলবার ভাষণ দিতে গিয়ে, কেং শুয়াং বলেন, সকল দেশ তাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার যোগ্য, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিগুলো পালন করা এবং যে কোনো দেশের বৈধ নিরাপত্তার বিষয়কে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।
কেং বলেন, যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধের অবসান, শান্তি পুনরুদ্ধার করা এবং একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ও টেকসই ইউরোপীয় নিরাপত্তা কাঠামো তৈরি করার সঙ্গে সকল পক্ষের সাধারণ স্বার্থ এবং আন্তর্জাতিক মানবসমাজের অভিন্ন আকাঙ্ক্ষা জড়িত।
কেং জোর দিয়ে বলেন, চীনের সমস্ত রাজনৈতিক প্রচেষ্টা একটি সামঞ্জস্যপূর্ণ বার্তা দেয়, যা শান্তি আলোচনাকে উন্নীত করে এবং একটি রাজনৈতিক সমাধান চায়।
তিনি মে মাসে চীন ও ব্রাজিলের যৌথভাবে প্রস্তাবিত ছয়টি সাধারণ সমঝোতাকে সমর্থন করার জন্য আরও দেশকে আহ্বান জানিয়েছেন।
কেং বলেন, সংলাপ এবং আলোচনাই ইউক্রেন সঙ্কটের একমাত্র কার্যকর সমাধান এবং সমস্ত পক্ষের উচিত সরাসরি সংলাপ পুনরায় শুরু করার জন্য পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা।
শান্তা/শুভ