বাংলা

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসে ৯ জনের মৃত্যু

CMGPublished: 2024-06-19 17:12:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ১৯, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের কক্সবাজারের উখিয়া পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধ্বসের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ৮,৯,১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় পাহাড় ধসে রোহিঙ্গাদের বেশ কয়েকটি ঘর মাটি চাপা পড়লে এ প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে একাধিক বাংলাদেশী নাগরিকও আছেন।

উখিয়া ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো আমির জাফর গণমাধ্যমকে জানান, মঙ্গলবার থেকে কক্সবাজার উখিয়া ও টেকনাফ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। বুধবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর কয়েকটি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত ৯জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

ঘটনার পর পরই পাহাড়ে বসবাসরত মানুষদের নিরাপদস্থানে সরিয়ে আনা হচ্ছে এবং মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে।

শান্তা/ঐশী

Share this story on

Messenger Pinterest LinkedIn