বাংলা

কৃষিতে এগিয়ে যাচ্ছে চীন

CMGPublished: 2024-06-19 17:10:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন, ১৯, সিএমজি বাংলা ডেস্ক: স্মার্ট খামার এবং সবুজ ধানের মাধ্যমে কৃষিতে এগিয়ে চলেছে চীন। চীনের বিভিন্ন অঞ্চলে স্মার্ট কৃষি, ড্রোন ও অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার চলছে। ধানের চারা অনেক জায়গায় রোপণ করা হচ্ছে মেশিনের মাধ্যমে। পাশাপাশি সবুজ কৃষি এগিয়ে চলছে। রোগ বালাই ও ক্ষতিকর কীট পতঙ্গের হাত থেকে ফসল বাঁচাতে অনেক সময় ব্যবহার করা হচ্ছে পরিবেশবান্ধব সবুজ কৃষি পদ্ধতি এবং স্মার্ট মনিটরিং।

সাম্প্রতিক বছরগুলোতে পূর্ব চীনের আনহুই প্রদেশের ছাওহু লেক এলাকায় এবং মধ্য চীনের হুনান প্রদেশের তাথোং এলাকায় সবুজ ধান রোপণ এবং স্মার্ট খামারের মাধ্যমে ফার্টিলাইজারের ব্যবহার কমানো এবং দক্ষতার উন্নয়ন ঘটানো হচ্ছে। এর মাধ্যমে চীনের কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটছে, এগিয়ে যাচ্ছে দেশ।

শান্তা/শুভ

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn