বাংলা

ঈদ শেষে ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ, ছাড়ছেনও অনেকে

CMGPublished: 2024-06-19 17:17:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ১৯, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশে ঈদের ছুটি উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষজন।

বুধবার ঈদের তৃতীয় দিন সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে মানুষজনকে ফিরতে দেখা যায়। আবার ঈদের তৃতীয় দিনে ঢাকা ছেড়ে বিভিন্ন এলাকায় যাওয়ার জন্যও প্ল্যাটফর্মে অপেক্ষা করেছেন অনেকে।

যদিও ঢাকামুখী স্রোত এখনও পুরোপুরি শুরু হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী বৃহস্পতিবার থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে পারে বলে জানান তারা।

স্টেশনে ট্রেন থেকে নামা কয়েকজন যাত্রী জানান, অফিস খোলা থাকায় এবং ঈদের পরে ঢাকা ফেরার বাড়তি ভিড় এড়াতে আগে ফিরে এসেছেন।

এদিকে, ঈদের তৃতীয় দিনেও ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশে ট্রেন কিংবা বাসযাত্রার জন্য অপেক্ষা করতে দেখা গেছে অনেককে।

গাবতলী, কল্যাণপুর, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন গন্তব্যে যেতে যাত্রীরা ভিড় করেছেন। তারা জানিয়েছেন, বিভিন্ন কারণে ঈদে বাড়ি যেতে না পারলেও স্বজনদের সঙ্গে ঈদপরবর্তী আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন তারা।

শুভ/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn