বাংলা

ঈদের ছুটি শেষে বাংলাদেশে খুলেছে সরকারি অফিস

CMGPublished: 2024-06-19 18:54:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ১৯, সিএমজি বাংলা ডেস্ক: ঈদুল আজহা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচদিন পর বাংলাদেশে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস ও ব্যাংক খুলেছে বুধবার থেকে। সকাল ৯টা-বিকেল ৫টা পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে অফিসসমূহ। তবে ব্যাংক সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন চলবে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ঈদের পরে প্রথম কর্মদিবসে সচিবালয়সহ সরকারি অফিসগুলোতে ঈদের আমেজ ছিল।উপস্থিতিও ছিল কিছুটা কম। অনেকে বাড়তি ছুটি নেয়ায় বুধ ও বৃহস্পতিবার উপস্থিতি কম থাকবে এবং আগামি রোববার থেকে ঢাকার ব্যস্ততা আগের মতো হয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

ঈদ উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন (রবি, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি ছিল। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। সেজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গত ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি কাটিয়েছেন।

শান্তা/শুভ

Share this story on

Messenger Pinterest LinkedIn