বাংলা

নবম চীন-জাপান-কোরিয়া প্রজাতন্ত্র ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে সিউলে লি ছিয়াং

CMGPublished: 2024-05-26 19:50:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নবম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে যোগ দিতে রবিবার সিউলে পৌঁছেছেন।

রবিবার থেকে সোমবার পর্যন্ত চলবে এ বৈঠক।

রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকসহ চীন-জাপান-দক্ষিণ কোরিয়া ব্যবসায়িক শীর্ষ বৈঠক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো যোগ দেবেন লি ছিয়াং। বৈঠকে ত্রিপক্ষীয় সহযোগিতার বিষয়ে মতামত বিনিময় করবেন তারা।

বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, চীন আশা করে, শীর্ষ বৈঠকটি ত্রিপক্ষীয় সহযোগিতায় নতুন প্রেরণা জোগাবে এবং তিনটি দেশের পারস্পরিক সুবিধার আরও ভালো পথ দেখাবে।

ওয়াং বলেন, ত্রিপক্ষীয় সহযোগিতার রূপকল্প বাস্তবায়নের পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া বাড়াতে কাজ করবে চীন। সেই সঙ্গে পূর্ব এশিয়ায় অর্থনৈতিক, বিজ্ঞান-প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতাকে আরও গভীর করার মাধ্যমে আঞ্চলিক শান্তি-সমৃদ্ধি বৃদ্ধির জন্য জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত আছে।

সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল ত্রিপক্ষীয় শীর্ষ এ সম্মেলন।

ফয়সল/শুভ

তথ্য ও ফাইল ছবি: সিজিটিএন

Share this story on

Messenger Pinterest LinkedIn