বাংলাদেশে ঘূর্ণিঝড়: ১০ নম্বর মহাবিপদ সংকেত
মে ২৬, সিএমজি বাংলা: বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কারণে পায়রা ও মোংলা বন্দরে ক্ষয়ক্ষতি এড়াতে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাপবিদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।
ঘূর্ণিঝড়টি রবিবার সকালে বাংলাদেশের উপকূল থেকে ৩০০ কিলোমিটারেরও কম দূরত্বে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ছিল। রবিবার মধ্যরাত নাগাদ ঝড়টির উপকূলে আঘাত হানার কথা রয়েছে।
রবিবার ঢাকার আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
ফয়সল/শুভ