বাংলা

বৈশ্বিক শাসনের চ্যালেঞ্জ নিয়ে বিশেষজ্ঞ ও কূটনীতিকদের আলোচনা

CMGPublished: 2024-05-26 19:55:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ২৬, সিএমজি বাংলা ডেস্ক : চীন-ইউরোপ সম্পর্ক, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক বাণিজ্য পুনর্বিন্যাসের বিষয়বস্তু নিয়ে দশম চীন ও বিশ্বায়ন ফোরাম শুরু হয়েছে। শনিবার সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের আয়জনে বেইজিংয়ে শুরু হয় দুই দিনব্যাপী এই ফোরাম।

চীন-ইইউ সম্পর্কের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে, সারা বিশ্ব থেকে তিনশজনেরও বেশি বিশেষজ্ঞ ও কূটনীতিক এতে উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, চীনা বৈদ্যুতিক যান এবং বায়ু টারবাইনে ইইউ-এর ভর্তুকিবিরোধী তদন্তের বিতর্কের মধ্যে এখনও অনিশ্চয়তা আছে। তবে দুই পক্ষের এখনও সহযোগিতার বৃহত্তর সুযোগ আছে বলেও জানান বক্তারা।

প্যারিস পিস ফোরামের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক জাস্টিন ভাইসে বলেন, যে সমস্ত বিষয়ে সহযোগিতা করা হচ্ছে সেগুলোর উপরও ফোকাস করা উচিত। জলবায়ু পরিবর্তনসহ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় বেশ কয়েকটি সংস্কারের বিষয় নিয়ে চিন্তার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট সি’র সাম্প্রতিক সফর প্রাণবন্ততার একটি ভালো লক্ষণ ছিল, তাই আন্তর্জাতিক সম্পর্কের যে কোনো বিষয়ে ফ্রান্স দ্বিমত পোষণ করে এবং যে কোনো বিষয়ে সহযোগিতা করবে।

এই বছরের ফোরামে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের সমস্যাগুলোর ওপর বিশেষ প্যানেল আলোচনা হয়েছে। কয়েকজন অংশগ্রহণকারী বলেন, চীন যেহেতু সফলভাবে ইরান ও সৌদি আরবের মধ্যে একটি শান্তিচুক্তির মধ্যস্থতা করেছে, তাই এটি এ অঞ্চলে অন্যান্য সমস্যা সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ওয়াং হুইয়াও বলেন, বিশ্বায়নকে একসময় বিশ্বে সমৃদ্ধি, শান্তি এবং উন্নয়ের পথ হিসেবে দেখা হতো। বিশেষজ্ঞরা জানান, বর্তমান আন্তর্জাতিক অস্থিরতার এই সময়ে বিশ্বায়নের চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আলোচনা করার জন্য এই ধরনের একটি প্ল্যাটফর্ম বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি : সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn