বাংলা

যে নতুন পেশাগুলো তালিকাভুক্ত করলো চীন

CMGPublished: 2024-05-26 19:52:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, চীন নতুন কর্মসংস্থানের বিকাশে ১৯টি নতুন পেশা এবং ২৯টি নতুন শ্রেণিবদ্ধ কাজ তৈরির পরিকল্পনা করেছে।

শুক্রবার প্রকাশিথ নতুন কাজের তালিকায় লাইভ-স্ট্রিমিং হোস্ট, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম অপারেটর, ইউজার বৃদ্ধির অপারেশন ম্যানেজার, কৃত্রিম বুদ্ধিমত্তায় সংযুক্ত যানবাহনের পরীক্ষক, ইন্টেলিজেন্ট ক্লাউড নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণকারী, সাংস্কৃতিক এবং সৃজনশীল পণ্য পরিকল্পনাকারী এবং সঞ্চালক, ইন্টেলিজেন্ট পণ্য উৎপাদন প্রক্রিয়ার রক্ষণাবেক্ষণ কর্মী, শিল্প-কারখানায় ইন্টারনেট রক্ষণাবেক্ষণকারীসহ বায়োইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ানও রাখা হয়েছে।

এ ছাড়া, মোবাইল অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন ডিজাইনারদের মতো ক্ষেত্রগুলোকেও , নতুন তালিকার আওতায় আনা হবে।

গত বছরের অক্টোবরে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাবিত নতুন পেশাগুলোর ওপর জনসাধারণের প্রতিক্রিয়া নেওয়া হয় এবং ৪৩০টিরও বেশি পরামর্শ গ্রহণ করে মন্ত্রণালয়।

সরকারি তথ্যানুসারে, নতুন কাজের প্রাথমিক তালিকাটি ৭ জুন পর্যন্ত পর্যালোচনার জন্য উন্মুক্ত থাকবে।

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: চায়না ডেইলি

Share this story on

Messenger Pinterest LinkedIn