বাংলা

চাঁদের রহস্যময় দিকের পথে এগিয়ে গেছে চীনের চন্দ্রযান ছ্যাং এ ৬

CMGPublished: 2024-05-08 17:21:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের চন্দ্র অনুসন্ধানী মহাকাশযান ছ্যাং এ ৬ সফলভাবে এর চক্রাকার কক্ষপথে প্রবেশ করেছে। বুধবার চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) বা জাতীয় মহাকাশ প্রশাসন একথা জানিয়েছে।

সিএনএসএ জানায়, বেইজিং সময় বুধবার সকাল ১০টা ১২ মিনিটে ছ্যাং এ-৬ সফলভাবে বৃত্তাকার কক্ষপথে প্রবেশের আগে চাঁদের কাছাকাছি একটি ব্রেকিং পদ্ধতি সম্পন্ন করেছে।

ছ্যাং এ -৬ এর ফ্লাইটের সময় চাঁদের কাছাকাছি ব্রেকিং পদ্ধতি হল একটি মূল কক্ষপথ নিয়ন্ত্রণ। ব্রেকিং এর আপেক্ষিক গতিকে চন্দ্রের ঘোরার বেগের চেয়ে কম করে, যাতে এটি চাঁদের মাধ্যাকর্ষণ দ্বারা বন্দী হয়ে চাঁদের চারপাশে উড়তে পারে।

ছুয়েছিয়াও ২ রিলে স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, ছ্যাং এ-৬ পরে চাঁদের চারপাশে কক্ষপথের উচ্চতা এবং প্রবণতা সামঞ্জস্য করবে এবং অরবিটার-রিটার্নার সংমিশ্রণ এবং ল্যান্ডার-অ্যাসেন্ডার সংমিশ্রণকে আলাদা করার জন্য একটি উপযুক্ত সময় বেছে নেবে।

তারপর ল্যান্ডার অ্যাসেন্ডারটি পরিকল্পনা অনুযায়ী চাঁদের রহস্যময় দূরবর্তি দিকের নমুনা সংগ্রহের জন্য অগ্রসর হবে। চাঁদের দক্ষিণ মেরুর অববাহিকায় ধীরে ধীরে নামবে। নমুনা সংগ্রহ করে আবার ফিরে আসবে।

শান্তা/মিম

Share this story on

Messenger Pinterest LinkedIn