বাংলা

মার্শাল আর্ট প্রদর্শনী: শাওলিনের মুখোমুখি বোকাতর

CMGPublished: 2024-04-25 21:16:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিখ্যাত শাওলিন কুংফুর মুখোমুখি যদি হয় কম্বোডিয়ার বোকাতর মার্শাল আর্টের শিল্পীরা—কী ঘটতে পারে তখন? চোখ ধাঁধানো মার্শেল আর্টের প্রদর্শনীতে সেটি উপভোগ করেন দর্শকরা। কম্বোডিয়ার বিখ্যাত আংকর আর্কিওলজিকাল পার্কে বাইয়োন মন্দিরের প্রাঙ্গণে বুধবার এক মার্শাল আর্ট প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে চীনের শাওলিন কুংফু মার্শাল আর্ট শিল্পীদের সঙ্গে বোকাতর মার্শাল আর্টের শিল্পীরা তাদের শৈলী প্রদর্শন করেন।

২০২৪ হলো চীন-কম্বোডিয়া জনগণের মধ্যে বিনিময়ের বছর। এ উপলক্ষ্যে যৌথ কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

যৌথ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে কম্বোডিয়ার পর্যটন মন্ত্রী সোক সোকেন বলেন, কম্বোডিয়া ও চীনের মধ্যে পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

সোকেন বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ২০২৩ সালে প্রায় ৫ লাখ ৪০ হাজার চীনা পর্যটকসহ ৫.৪ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক রেকর্ড করেছে।

কম্বোডিয়া-চীন সাংস্কৃতিক পর্যটন প্রদর্শনীসহ একদিনের অনুষ্ঠানটি চীনের হেনান প্রদেশ এবং কম্বোডিয়ার সিয়াম রিপ প্রদেশের সহযোগিতায় কম্বোডিয়ার পর্যটন মন্ত্রণালয় আয়োজন করে।

শান্তা/রহমান

Share this story on

Messenger Pinterest LinkedIn