বাংলা

চীনে ওয়েইফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসব শুরু

CMGPublished: 2024-04-21 19:39:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনে শুরু হয়েছে ৪১তম ওয়েইফাং আন্তজার্তিক ঘুড়ি উৎসব। শনিবার ঘুড়ির রাজধানী হিসেবে খ্যাত পূর্ব চীনের শানতোং প্রদেশে শুরু হয় এই উৎসব। এর সৌন্দর্য উপভোগ করতে চীনের বিভিন্ন অঞ্চল ও বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন হাজারো দর্শনার্থী।

ঘুড়ি শিল্পকর্মের জন্য সুদীর্ঘ কাল থেকেই বিখ্যাত শানতোং প্রদেশের ওয়েইফাং শহর। ১৯৮৪ সালের ১ এপ্রিল শুরু হয় ওয়েইফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। ১৯৮৮ সালে ঘুড়ির রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ওয়েইফাং শহরকে।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিনহুয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn