বিআরএফ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর আশাবাদ
অক্টোর ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রস্তাবিত ‘থার্ড বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (বিআরএফ)’ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সোমবার রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত ‘ভালদাই ডিসকাশন ক্লাবে’র ২০তম বার্ষিক সভা উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে লাভরভ এ কথা বলেন।
লাভরভ বলেন, ইউরেশিয়া মহাদেশের উন্নয়নে এ ফোরামটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসময় তিনি বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অধীন রাশিয়া-চীন সহযোগিতার কথাও তুলে ধরেন। বিআরআইয়ের ১০ম বার্ষিকী উপলক্ষে চলতি মাসের শেষের দিকে চীনের রাজধানী বেইজিংয়ে তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (বিআরএফ) আয়োজিত হবে।
এরইমধ্যে ১৩০টিরও বেশি দেশ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশগ্রহণের সম্মতি দিয়েছে। মূলত বাণিজ্য ও অবকাঠামো নেটওয়ার্ক গড়ে তোলার উদ্দেশ্যে ইউরোপ, আফ্রিকা ও অন্যান্য মহাদেশের সঙ্গে এশিয়াকে যুক্ত করতে ২০১৩ সালে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)’ ফোরামটি প্রস্তাব করে চীন।
সের্গেই লাভরভ বলেন, "আমাদের চীনা বন্ধুরা সবসময় গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো গ্রহণ করেন। ইউরেশিয়া মহাদেশের উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে সঙ্গতিপূর্ণ তাদের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, সাংহাই সহযোগিতা সংস্থা, ইউরেশিয়ান ইকোনোমিক ইউনিয়ন এবং আসিয়ানের মতো উদ্যোগগুলোর কথা আমি এর আগেও একাধিকবার তুলে ধরেছি। আমরা একসঙ্গে পরিবহন, অর্থ ও শিল্প সরবরাহ প্রকল্প নিয়ে কাজ করছি। উন্নয়নের ক্ষেত্রে এই সব প্রকল্পের ব্যাপক গুরুত্ব রয়েছে।"
শুভ/ সাজিদ
তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস