ছুটিতে চীনের বক্সঅফিসে ২৭৮ মিলিয়ন ডলার আয়
অক্টোবর ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বক্স অফিসের বুধবারের হিসাব অনুযায়ী জাতীয় দিবস ও মধ্য শরৎ উৎসবের টানা ছুটিতে আয় হয়েছে ২ বিলিয়ন ইউয়ান বা প্রায় ২৭৮ মিলিয়ন ডলার। ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ছুটিতে গণনা করা প্রাক-বিক্রয় টিকিট সহ এই হিসাব জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
শান্তা/হাশিম
তথ্য: সিজিটিএন