মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মুইজ্জুকে প্রেসিডেন্ট সি’র অভিনন্দন
অক্টোবর ৪, সিএমজি বাংলা ডেস্ক: মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, চীন ও মালদ্বীপের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। আন্তরিক বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দু'দেশ কেবল বন্ধুই নয়, বরং অভিন্ন লক্ষ্য ও যৌথ উন্নয়ন অংশীদার।
প্রেসিডেন্ট সি জানান, মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন। ঐতিহ্যবাহী এ বন্ধুত্বকে এগিয়ে নেওয়ার পাশাপাশি পারষ্পারিক সহযোগিতা আরও বৃদ্ধি করা এবং দু’দেশের উন্নয়ন অগ্রগতিকে নতুন মাত্রা দিতে নব-নির্বাচিত প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন বলেও জানান চীনের প্রেসিডেন্ট।
শুভ/হাশিম