মাউন্ট ছো ওয়ুর চূড়ায় চীনা বিজ্ঞানীদের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন
অক্টোবর ৪, সিএমজি বাংলা ডেস্ক: একটি চীনা অভিযাত্রী দল রোববার মাউন্ট ছো ওয়ু শিখরে পৌঁছে পর্বতের চূড়ায় প্রথমবারের মতো একটি স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন স্থাপন করেছেন।চীন-নেপাল সীমান্তে অবস্থিত, মাউন্ট ছো ওয়ু পৃথিবীর ষষ্ঠ-সর্বোচ্চ পর্বত যার উচ্চতা ৮ হাজার ২০১ মিটার। এটি মাউন্ট ছুওউইয়াক নামেও পরিচিত। বিশ্বের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট বা ছুমোলাংমা পর এর মাধ্যমে চীনা বিজ্ঞানীরা ৮ হাজার মিটারের বেশি উচ্চতা অতিক্রম করেছেন।মাউন্ট ছো ওয়ুর শিখরটি ফুটবল মাঠের মতো প্রশস্ত, যা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গগুলির মধ্যে খুব বিরল এবং এটি এমন একটি বৈশিষ্ট্য যা একটি আবহাওয়া স্টেশন স্থাপন এবং মেরামত কাজ সহজ করে তোলে।৮ হাজার২০১ মিটার উচ্চতায় নতুন আবহাওয়া স্টেশনটি নিয়ে মাউন্ট ছো ওয়ুতে যথাক্রমে চার হাজার ৯৫০ মিটার, পাঁচ হাজার ৭০০ মিটার, ছয় হাজার ৪৫০ ও সাত হাজার ১০০ মিটার উচ্চতায় পাঁচটি স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন স্থাপন করা হয়েছে।
হাশিম/শান্তা