বাংলা

হাংচৌ এশিয়াড: ৪০০ মিটার রিলেতে নারী-পুরুষ উভয় শিরোপা চীনের

CMGPublished: 2023-10-04 18:42:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনা স্প্রিন্টাররা মঙ্গলবার হাংচৌ এশিয়ান গেমসের ট্র্যাকে আবারও নিজেদের দক্ষতার প্রমাণ রেখে ৪০০ মিটার রিলেতে পুরুষ ও নারী উভয় ইভেন্টে স্বর্ণপদক জিতেছে৷

পুরুষদের ট্রিপল জাম্প এবং ডেকাথলনেও চীন স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছে। ট্রিপল জাম্প অলিম্পিক রৌপ্য পদক বিজয়ী চু ইয়ামিং ১৭.১৩ মিটার লাফ দিয়ে বিজয়ী হয়েছেন এবং সান ছিহাও ৭,৮১৬ পয়েন্ট নিয়ে ডেকাথলন জয় নিশ্চিত করেন।

প্রতিযোগিতার ১০ম দিনে চীন আরও ১৪টি স্বর্ণপদক জিতেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫টি এসেছে কেনো স্প্রিন্ট থেকে।

চীনা ডাইভাররা গেমসে তাদের আধিপত্য অব্যাহত রেখেছেন। মঙ্গলবার কিশোরী ছোয়ান হংচান এবং ওয়াং চংইয়ুয়ান যথাক্রমে নারীদের ১০ মিটার প্ল্যাটফর্ম এবং পুরুষদের ৩ মিটার স্প্রিংবোর্ডে স্বর্ণ জিতেছে।

সব মিলিয়ে ১০ম দিন শেষে ১৬১টি স্বর্ণ, ৯০টি রৌপ্য এবং ৪৬টি ব্রোঞ্জ পদক নিয়ে ধরা ছোয়ার বাইরে টিম চায়না। ৩৩টি স্বর্ণ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, আর ৩২টি স্বর্ণ নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ কোরিয়া। ৩৬টি দেশ ও অঞ্চল এখন পর্যন্ত হাংচৌ এশিয়াডে অন্তত একটি পদক জিতেছে।

হাশিম/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn