বাংলা

বৈশ্বিক আর্থিক অন্তর্ভুক্তি র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে হংকং

CMGPublished: 2023-10-04 18:40:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ৪, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের ৪২টি বড় বাজারের মধ্যে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং আর্থিকভাবে অন্তর্ভুক্তিমূলক বাজারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। আগের বছরের চেয়ে এটি দুই ধাপ উন্নতি করেছে।

বিনিয়োগ ব্যবস্থাপনা জায়ান্ট প্রিন্সিপাল ফাইন্যান্সিয়াল গ্রুপ প্রকাশিত ২০২৩ সালের গ্লোবাল ফিনান্সিয়াল ইনক্লুশন ইনডেক্স অনুসারে হংকং বিশ্বের অন্যতম আর্থিকভাবে অন্তর্ভুক্তিমূলক বাজার। আর্থিক অন্তর্ভুক্তির তিনটি স্তম্ভের বিচারে শীর্ষ ১০-এ রয়েছে হংকং।

সরকারি সহায়তা স্তম্ভটি আর্থিক অন্তর্ভুক্তির অবস্থাকে চালিত করার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি দেখেছে। এ ক্ষেত্রে অগ্রগতি হয়েছে ৬ ধাপ। ‘অনলাইন সংযোগে’র ক্ষেত্রে প্রথম স্থান ধরে রেখেছে হংকং। আর ‘আর্থিক সাক্ষরতার স্তরে এটি উন্নতি করেছে ১৭ ধাপ।

র‍্যাঙ্কিং বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনমতের ক্ষেত্রেও হংকংয়ের আর্থিক অন্তর্ভুক্তি পরিস্থিতির উন্নতি হয়েছে। জরিপে ৮৯ শতাংশ উত্তরদাতা বলেছেন যে তারা আর্থিকভাবে অন্তর্ভুক্ত বোধ করেন।

গত বছরের দ্বিতীয় শীর্ষ বাজার মার্কিন যুক্তরাষ্ট্র এ বছর চতুর্থ স্থানে নেমে গেছে।

হাশিম/সাজিদ

তথ্য ও ছবি: সিনহুয়া।

Share this story on

Messenger Pinterest LinkedIn