বাংলা

অর্থনৈতিক উন্নয়নের সুযোগ সৃষ্টি করেছে চায়না-লাওস রেলপথ

CMGPublished: 2023-05-26 17:23:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন লাওস রেলপথ অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন সুযোগ বয়ে এনেছে। সম্প্রতি লাও পর্যটন কর্তৃপক্ষ অনুমান করছে যে, ২০২৩ সালে প্রায় তিন লাখ ৬৮ হাজার চীনা পর্যটক লাওস ভ্রমণ করবে যা ২০২২ সালের তুলনায় ২১ শতাংশ বেশি।

লাও একাডেমি অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সায়েন্স (এলএএসইএস) এর এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, চীন লাওস রেলপথ লাওসের অর্থনৈতিক উন্নয়নের সুযোগ উন্মুক্ত করেছে এবং দেশের পর্যটন শিল্পকে চাঙা করেছে। প্রতিবেদন অনুসারে, পর্যটন এবং প্রক্রিয়াকরণ শিল্পের বৃদ্ধি এবং রপ্তানির জন্য কৃষি উৎপাদনের সাথে মিল রেখে পরিষেবা খাত দ্বারা অর্থনৈতিক প্রবৃদ্ধি চালিত হবে।

লাও গবেষকরা লাও অর্থনীতির বৃদ্ধি সম্পর্কে আশাবাদী, যা ২০২৩ সালে ৪.৫ শতাংশ প্রসারিত হবে বলে অনুমান করা হয়েছে।

পর্যটন খাত, পাইকারি ও খুচরা বাণিজ্য, রেস্তোরাঁ ও হোটেল পরিষেবা এবং লজিস্টিক সেক্টরের পুনরুদ্ধারের দ্বারা চালিত ২০২৩ সালে পরিষেবা খাত ৪.৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

চীন-লাওস রেলপথ ১৩ এপ্রিল লাওর রাজধানী ভিয়েনতিয়েন এবং দক্ষিণ-পশ্চিম চীনের ইউননান প্রদেশের রাজধানী শহর কুনমিং-এর মধ্যে আন্তঃসীমান্ত যাত্রী পরিষেবা শুরু করে।

শান্তা/রহমান

তথ্য ও ছবি: সিনহুয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn