বাংলা

হাইনানের অফশোর মার্কেটে প্রায় ৩শ’ মিলিয়ন ডলারের কেনাকাটা

CMGPublished: 2023-01-27 17:33:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: বসন্ত উৎসবের ছুটিতে হাইনানের শুল্কমুক্ত অফশোর মার্কেটে বিক্রি হয়েছে ১ দশমিক ৬ বিলিয়ন ইউয়ান বা ২৪৮ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিভিন্ন রকমের পণ্য। কর্তৃপক্ষ জানায়, ছুটির প্রথম ৫ দিনেই এমন বিক্রির রেকর্ড গড়েছে মোট ১২টি অফশোর প্রতিষ্ঠান। বিক্রির এই পরিমাণ গেল বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।

ছুটির সময় প্রতিদিন ৩০০ মিলিয়ন ইউয়ানের বিক্রি ছাড়িয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। আরো বলা হয়, ছুটির এ সময়ে ক্রেতা আকর্ষণ করতে নানা রকম ছাড়ের ব্যবস্থা রাখেন বিক্রেতারা।

ক্রেতারা বলছেন, চলতি বছরের বসন্ত উৎসবে হাইনানের এই মার্কেট থেকে কম দামে অনেক ভালো পণ্য কেনা সম্ভব হয়েছে। বিশেষ করে দামাদামি করে এখান থেকে বিভিন্ন রকমের পণ্য কিনে লাভবান হয়েছেন বলেও জানান তারা।

মার্কেটের বিক্রেতারা জানান, সরকারের ছাড়া কুপনের মাধ্যমে এখান থেকে কেনাকাটা করার সুযোগ পেয়েছেন ক্রেতারা। এর পাশাপাশি ৪টি পণ্য কিনলেই ছিলো ২২ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ফলে উৎসবের ছুটিতে এই মার্কেটে জমে ওঠে কেনাকাটা।

সাজিদ/ শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn