বাংলা

বসন্ত উৎসবে পণ্যের সরবরাহ ঠিক রাখতে নানা উদ্যোগ

CMGPublished: 2023-01-26 17:24:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নিজস্ব চান্দ্রবর্ষ বা বসন্ত উৎসবে পণ্যের সরবরাহ ঠিক রাখতে নানা উদ্যোগ নিয়েছে চীন। উৎসবে চীনের অভ্যন্তরীণ বাজার চাঙ্গা থাকায় পণ্যের যেন সংকট না হয় সে ব্যাপারে তৎপর কর্তৃপক্ষ। এর এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সরাসরি তত্বাবধান।

সংশ্লিষ্টরা বলছেন, সি চিনপিংয়ের নির্দেশনার পর আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করছেন বাণিজ্যখাতের কর্মীরা। ফলে এর প্রভাব পড়েছে বাজারেও।

চীনের রাজধানী বেইজিংয়ের পাইকারি বাজার সিনফাতির ব্যবসায়ীরা জানান, খাদ্যশস্য, ভোজ্য তেল, ডিম, দুধ, ফল ও সবজিসহ পণ্যের উৎপাদন বাড়ানো এবং ঠিক মতো ব্যবসা পরিচালনা করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট সি চিনপিং। ফলে নববর্ষের ছুটিতে মানুষের যে অতিরিক্ত পণ্যের প্রয়োজন, তা পূরণে আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন তারা।

বাজারের ব্যবসায়ীদের মতে, কোভিড বিষয়ক বিধিনিষেধ শিথিল করায় এবার অভ্যন্তরীণ বাজার চাঙ্গা হয়েছে আর সরকারের নেওয়া পদক্ষেপের ফল পাওয়া শুরু করেছেন তারা।

সাজিদ/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস

Share this story on

Messenger Pinterest LinkedIn