বাংলা

সিনচিয়াংয়ে বেড়েছে উন্নতমানের প্রযুক্তি প্রতিষ্ঠানের সংখ্যা

CMGPublished: 2023-01-25 16:07:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ২৫, সিএমজি বাংলা ডেস্ক : ২০২২ সালে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে বেড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানের সংখ্যা। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এই প্রদেশে উন্নত মানের প্রযুক্তি প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪৩ দশমিক ৪ শতাংশ।

আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ বলেছে, ২০২১ সালে এই প্রদেশে প্রযুক্তি প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৯৫৪টি। অল্প সময়ের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৮টি।

২০২২ সালের শুরুতে সিনচিয়াং উন্নত মানের প্রযুক্তি সংস্থার বিকাশকে উৎসাহিত করার জন্য বিশেষ তহবিল গঠন করে। প্রথমবারের মতো সেই সংস্থার উন্নয়ন ও গবেষণায় বিনিয়োগও করা হয়। এখন পর্যন্ত এই ধরনের সংস্থাগুলোকে উৎসাহিত করতে দেওয়া হয়েছে ২৪৩ মিলিয়ন ইউয়ান।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এই প্রণোদনা উন্নতমানের প্রযুক্তি সংস্থা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। পাশাপাশি তাদের উন্নয়ন ও গবেষণা বিনিয়োগের ক্ষেত্রেও ভূমিকা রাখছে।

মিম/ সাজিদ

তথ্য ও ছবি- সিনহুয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn