বাংলা

চীনা আরএমবি বিশ্বে পঞ্চম সক্রিয় মুদ্রা

CMGPublished: 2023-01-25 16:08:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনা মুদ্রা রেনমিনপি বা ইউয়ান গত ডিসেম্বর মূল্যের ভিত্তিতে বিশ্বব্যাপী লেনদেনে পঞ্চম সক্রিয় মুদ্রা ছিল।

বৈশ্বিক আর্থিক তথ্য পরিষেবা প্রতিষ্ঠান সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশনে তথ্য অনুযায়ী, আরএমবি’র বৈশ্বিক শেয়ার গত মাসে ২.১৫ শতাংশে দাঁড়িয়েছে।

ইউরোজোন ব্যতীত আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আরএমবি ১.৪৭ শতাংশ শেয়ারসহ সপ্তম স্থানে রয়েছে।

চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে অফশোর বা মূল ভূখণ্ডের বাইরে আরএমবি লেনদেনের বৃহত্তম বাজার। এটি বৈশ্বিক লেনদেনের ৭৩.৮৫ শতাংশ দখল করে আছে। এর পরেই রয়েছে ব্রিটেন, সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান।

হাশিম/সাজিদ

তথ্য ও ছবি: চায়না ডেইলি

Share this story on

Messenger Pinterest LinkedIn