বাংলা

‘বিশ্ব নেতৃত্ব দেওয়ার সময় এসেছে চীনের’

CMGPublished: 2023-01-25 16:12:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ২৫, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক পর্যায়ে এখন চীনের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে এ কথা বলেন এই পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী।

সংরক্ষণবাদ নিজের দেশ বা আন্তর্জাতিক অঙ্গন কারো জন্যই ভালো ফল বয়ে আনবে না উল্লেখ করে তিনি বলেন, এই ব্যবস্থা সত্যিকার অর্থেই কোন কাজের কথা না। যোগাযোগ, জ্বালানীখাত ও বন্দরগুলোর অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়ার পর পাকিস্তান সুফল পেতে শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, পাকিস্তানি নাগরিকদের জীবন যাত্রার মান বেড়েছে, মানুষের আয় বেড়েছে এবং চাকরির সুযোগ তৈরি হয়েছে। এ সময় তিনি বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলে মানুষের আরো উন্নয়ন হবে। এ বিশ্ব কোভিড-১৯, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ভূ-রাজনৈতিক সংঘাতের কারণে কঠিন সময় পার করছে মন্তব্য করে তিনি বলেন, এসব সংকট থেকে উত্তরণের জন্য সবাই মিলে এক হয়ে কাজ করা এবং বহুপক্ষবাদের বিকল্প নেই। চীনের সঙ্গে অর্থনৈতিক করিডোর নির্মাণের কথা জানিয়ে তিনি বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতা সামনের দিনগুলোতে আরো বাড়বে।

বিলওয়াল ভুট্টো জারদারি বলেন, পশ্চিমা দেশগুলোর নেতারা আগে মুক্ত বাণিজ্য ও এর গুরুত্বের কথা বললেও এখন তারা ধীরে ধীরে সেই ধারনা থেকে বের হয়ে যাচ্ছে। বর্তমান সময়ের কঠিন পরিস্থিতিতে চীন যে নেতৃত্বের প্রমাণ দিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এখন চীনের নেতৃত্ব দরকার, ছোট ছোট বিভক্তি ও পুরনো আমলে শীতলযুদ্ধাকালীন চিন্তা থেকে বের হয়ে আসার সময় হয়েছে।

সাজিদ/ রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস

Share this story on

Messenger Pinterest LinkedIn