বাংলা

বিদেশি প্রতিষ্ঠানগুলোকে চীনে বিনিয়োগের আহ্বান

CMGPublished: 2022-12-02 19:12:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ডিসেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: আরো বেশি বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানকে চীনে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। চীনের রাজধানী বেইজিংয়ে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

সব পক্ষকে আরো উন্মুক্তকরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, চীন সব সময় উন্মুক্তকরণের মৌলিক রাষ্ট্রীয় নীতি মেনে চলে। বাজার-ভিত্তিক ও আইন-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবসার পরিবেশ বজায় রেখেই চীন উন্মুক্তকরণের এই কার্যক্রম চালিয়ে যাবে। একইসঙ্গে সব ধরনের কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানকে সমান ও ন্যায্যতার ভিত্তিতে মূল্যায়ন করবে বলেও জানান চীনা প্রধানমন্ত্রী।

চীন ক্রমান্বয়ে আর্থিক খাত উন্মুক্ত করা হবে এবং আরো বেশি মানসম্পন্ন বিদেশি প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ আকর্ষণ করা হবে বলেও জানান তিনি। লি খ্য ছিয়াং জানান, চীনা মুদ্রা রেনমিনবি বা আরএমবি’র মান ভারসাম্যপূর্ণ রাখতেও চীন কাজ করছে। এ সময় তিনি বলেন, পারস্পরিক সম্মান ও সাম্যের উপর ভিত্তি করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে প্রস্তুত চীন। বৈঠকে চার্লস মাইকেল বলেন, ইউরোপীয় ইউনিয়ন এক চীন নীতি মেনে চলে। এ সময় মুক্ত বাণিজ্য, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখা, জলবায়ু পরিবর্তন ও জ্বালানী নিরাপত্তার মতো ইস্যুতে এক সঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয় উভয় পক্ষ।

সাজিদ/ শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn