বাংলা

পূর্ব চীনে হাজার বছরের প্রাচীন মুদ্রাভাণ্ডার আবিষ্কার

CMGPublished: 2022-12-02 15:40:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ডিসেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের চিয়াংসু প্রদেশে থাং (৬১৮-৯০৭ খ্রিস্টাব্দ) এবং সং (৯৬০-১২৭৯ খ্রিস্টাব্দ) রাজবংশের ১.৫ টন মুদ্রা সমন্বিত একটি প্রাচীন মুদ্রা ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে।

ইয়ানছাং শহরের চিয়ানহু কাউন্টির শুয়াংতুন গ্রামে এই ভূগর্ভস্থ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। গর্তের ভিতরে চারকোনা ভাণ্ডের মধ্যে এগুলো পাওয়া যায়। গর্তের মুখ ছিল বর্গাকার, ১.৬৩ মিটার লম্বা, ১.৫৮ মিটার চওড়া এবং০.৫ মিটার গভীর। খড়ের দড়ির সাথে সংযুক্ত ব্রোঞ্জের মুদ্রাগুলি সুন্দরভাবে ভাণ্ডের মধ্যে ছিল। অধিকাংশ মুদ্রাই সং রাজবংশের সময়কার।

মুদ্রাগুলো খুব ভালোভাবে সংরক্ষিত রয়েছে এবং মুদ্রার উপরের লিপিও স্পষ্ট। এগুলো গবেষণার জন্য বেশ মূল্যবান বলে বিবেচনা করা হচ্ছে।

গবেষকরা বলেছেন, প্রাচীন চীনে, মূল্যবান চীনামাটির বাসন, কয়েন, ধাতব সরঞ্জাম এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র সংরক্ষণের জন্য এই জাতীয় বড় পাত্র প্রায়শই মাটিতে পুঁতে দেওয়া হত বা মাটির ভিতরেই পাকা ভাণ্ড তৈরি করা হতো ।

মুদ্রা ভাণ্ডারের চারপাশে সত্তরটি কূপও পাওয়া গেছে, যা সং এবং চিন রাজবংশের সৈন্যদের যুদ্ধক্ষেত্রের কাছাকাছি অবস্থিত। গবেষকরা ভাবছেন হয়তো এই স্থানটি কোন শিবিরের অন্তর্গতও হতে পারে।

শান্তা/সাজিদ

Share this story on

Messenger Pinterest LinkedIn