বাংলা

কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের দক্ষিণ টিউবের নির্মাণ কাজ সম্পন্ন

CMGPublished: 2022-11-26 21:39:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ঢাকা, নভেম্বর ২৬: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ টিউবের পূর্তকাজ সমাপ্ত ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন টানেল

চীনের অর্থায়নে নির্মিত দুই টিউববিশিষ্ট এই টানেলের একটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় আয়োজন করা উদযাপনী অনুষ্ঠানের। শনিবার রাজধানী ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে এ উদযাপনী অনুষ্ঠানে যোগদেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই টানেল নির্মাণের ফলে চট্টগ্রাম হতে যাচ্ছে সাংহাইয়ের মতো ওয়ান সিটি টু টাউন।

চট্টগ্রামে উদযাপনী অনুষ্ঠানে যোগ দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং

দক্ষিণ এশিয়ায় পানির নিচ দিয়ে নির্মাণ করা এটাই প্রথম টানেল। প্রায় ৩৮০ একর (৩৭৯ দশমিক ৪২) জায়গাজুড়ে নির্মাণাধীন এই টানেলের প্রবেশ পথে আছে বৃষ্টি থেকে সুরক্ষা পাবার শেল্টার। পতেঙ্গা থেকে আনোয়ারা, দুই পাড়ে চলাচলের জন্য আছে ২টি করে মোট ৪টি লেন। আছে চমৎকার ডিজাইনের টোলপ্লাজা ও সার্ভিস এরিয়া বাংলো।

টানেলের পূর্তকাজ শেষ করার এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন-বাংলাদেশ নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার। আর এই টানেল বেল্ট এন্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। সামনের দিনগুলোতে দুই দেশের মধ্যকার সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলেও আশা প্রকাশ করেন লি জিমিং।

এই টানেলের নির্মাণ করতে অর্থায়নের জন্য চীনকে রাজি করাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচলিত কূটনীতির বাইরেও কাজ করেছেন বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সে দিনের স্মৃতিচারণ করে প্রেসিডেন্ট সি চিনপিং ও সে সময়ের চীনা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn