বাংলা

পুরুষদের বিশ্ব দলগত দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে টিম চায়না

CMGPublished: 2022-11-26 17:02:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৬, সিএমজি বাংলা ডেস্ক: বর্তমান দাবা অলিম্পিয়াড চ্যাম্পিয়ন উজবেকিস্তানকে হারিয়ে চীন ২০২২ সালের পুরুষদের বিশ্ব দলগত দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে। শুক্রবার ইসরায়েলের জেরুজালেমে ফাইনালে এ জয় নিশ্চিত করে চীনা দল।

চীন ফাইনালের দুটি ম্যাচে ২.৫-১.৫ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে। ২০১৫ এবং ২০১৭ সালে সোনা জেতার পর এ নিয়ে চীন তৃতীয়বারের মতো এ শিরোপা জিতলো।

শামসিদ্দিন ভোখিদভের বিপক্ষে পাই চিনশির জয়ের সুবাদে চীন প্রথম ম্যাচে জয়লাভ করে, বাকি তিনটি বোর্ডে খেলা ড্র হয়।

দ্বিতীয় ম্যাচে লি তি অরটিক নিগমাতোভকে পরাস্ত করেন। এখানেও ম্যাচের অন্য তিনটি খেলা ড্রতে শেষ হয়।

চীনা দলের ২৩ বছর বয়সী গ্র্যান্ড মাস্টার সু, ভালো ফলাফলের জন্য দলের খেলোয়াড়দের কৃতিত্ব দিয়েছেন।

২০১৭ সালের চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক বিজয়ী চীনের অধিনায়ক ওয়েন ইয়াং সিনহুয়াকে বলেন, এই প্রথমবারের মতো এই তরুণ খেলোয়াড়রা এই ধরনের উচ্চ-স্তরের খেলায় অংশগ্রহণ করেছে। এটি কঠোর পরিশ্রম এবং মানসিক শক্তি তাদের চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করেছে।

হাশিম/তানজিদ।

তথ্য ও ছবি: সিনহুয়া/সিজিটিএন।

Share this story on

Messenger Pinterest LinkedIn