বাংলা

অধিক চীনা পর্যটককে স্বাগত জানায় রুয়ান্ডা: প্রেসিডেন্ট কাগামে

CMGPublished: 2022-11-26 17:05:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৬, সিএমজি বাংলা ডেস্ক: দু’দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য অধিক চীনা পর্যটককে স্বাগত জানায় জানায় রুয়ান্ডা। দেশিটির প্রেসিডেন্ট পল কাগামে চায়না মিডিয়া গ্রুপের সাথে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

২০০০ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে ছয়বার চীন সফর করেছেন তিনি। কাগামে বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে মতবিনিময় সবসময় উপভোগ করে তিনি, কারণ তারা বিস্তৃত বিষয়ে আলোচনা করেন।

কাগামে উল্লেখ করেছেন যে রুয়ান্ডা এবং চীনের মধ্যে লক্ষণীয়ভাবে সাংস্কৃতিক মিল রয়েছে।

চলতি বছরের জুন মাসে, চায়না মিডিয়া গ্রুপ বিপন্ন পর্বত গরিলাদের জীববৈচিত্র্য রক্ষার্থে সংরক্ষণ ক্যাম্পাস উদ্বোধনে রুয়ান্ডার প্রচেষ্টার উপর একটি প্রতিবেদন সম্প্রচার করে, যা চীনে অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

কাগামে বলেন যে তিনি পূর্ব আফ্রিকার এই দেশটির সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চীন থেকে আরও পর্যটক আশা করছেন।

হাশিম/ঐশী

তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস।

Share this story on

Messenger Pinterest LinkedIn