বাংলা

অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র হাওয়া

CMGPublished: 2022-09-25 16:30:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ঢাকা, সেপ্টেম্বর ২৫: একাডেমি অ্যাওয়ার্ড অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র হাওয়া। একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরের জন্য ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগে বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবিটি। অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, “এবার দুটি সিনেমা জমা পড়েছিল। সেখান থেকে ‘হাওয়া’ নির্বাচিত হয়েছে।”

মেজবাউ রহমান পরিচালিত ‘হাওয়া’ সিনেমা বাংলাদেশের দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসা পায়। দেশের বাইরে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রেও ভালো ব্যবসা করেছে চলচ্চিত্রটি। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান প্রমুখ।

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার।

তানজিদ/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn