বাংলা

বিশ্ব শান্তির ওপর গুরুত্ব দিয়ে জাতিসংঘে ভাষণ দেবেন শেখ হাসিনা

CMGPublished: 2022-09-23 19:08:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ঢাকা, সেপ্টেম্বর ২৩: নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে সারা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে ইউএনজিএ-র ৭৭তম অধিবেশনে এ ভাষণ দেবেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বহুপাক্ষিকতার ওপর জোর দেবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা এ বিষয়টিও উল্লেখ করবেন যে, বাংলাদেশ কোভিড-১৯ মহামারীকে খুব ভালোভাবে মোকাবেলা করেছে এবং মহামারী মোকাবেলায় বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে।

মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে জলবায়ু সমস্যাও তুলে ধরবেন। বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়া উচিত নয় মন্তব্য করে তিনি বলেন, প্যারিস চুক্তির বাস্তবায়ন দেখা যাচ্ছে না। এতে বিশ্বকে বাঁচাতে প্রতি বছর ১০০ মিলিয়ন ডলার দেয়ার কথা ছিল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আশা করে যারা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী তারা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দায়িত্ব ভাগ করে নেবে।

তথ্য ও ছবি: বাসস

Share this story on

Messenger Pinterest LinkedIn