বাংলা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ বাংলাদেশ সফরে আসছেন

CMGPublished: 2022-08-06 18:58:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ঢাকা, আগস্ট ০৬ : দু'দিনের রাষ্ট্রীয় সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ ঢাকায় আসছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দেশে না থাকায় ওয়াং ই’কে বিমানবন্দরে স্বাগত জানাবেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সফরের প্রথম দিনে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নৈশভোজের আয়োজন করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সফরের দ্বিতীয় দিন রোববার তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রাতঃরাশ সভায় যোগ দেবেন। তাদের আলোচনায় দুদেশের দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ইস্যু প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক শেষে একাধিক চুক্তি ও সমঝোতাস্মারক সই হতে পারে।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে ওয়াং ই’র। এশিয়ার বেশ কয়েকটি দেশ বর্তমানে সফর করছেন তিনি। তার এ সফর শুরু হয় গত ২৮ জুলাই। এ সময়ে উজবেকিস্তানসহ আরো দুটি দেশ সফর করেন ওয়াং ই। বাংলাদেশ সফর শেষে তিনি মঙ্গোলিয়া যাবেন।

ঐশী/হাশিম

Share this story on

Messenger Pinterest LinkedIn