থাওরানথিং পার্কে বেগোনিয়া ফুল উত্সব
গত ২৯ মার্চ বেইজিংয়ের থাওরানথিং পার্কে পঞ্চম বেগোনিয়া ফুল উত্সব শুরু হয়। মার্চ মাসের শেষে শুরু হওয়া এ উত্সব ৪০ ধরনের সহস্রাধিক বেগোনিয়া ফুল দেখতে পারেন পর্যটকরা। পাশাপাশি এপ্রিল মাসের শেষে ৪০ ধরনের পিওনি ফুল উপভোগ করতে পারবেন পর্যটকরা।
ফুল উপভোগের পাশাপাশি পার্কে থাকবে নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন, বিশাল লেকে নৌকাভ্রমণসহ অনেক কিছু।
থাওরানথিং পার্কে সাধারণত ১০ ইউয়ান দিয়ে টিকিট কাটতে হয়।
বেইজিংয়ের লান থিয়াও ম্যানরে চেরিফুল উত্সব
চলতি এপ্রিল মাসের শুরুতে বেইজিংয়ের লান থিয়াও ম্যানরে চেরি ফুল উত্সব শুরু হয়েছে। এ ম্যানরে চেরি ফুল আপনার সব স্বপ্ন পূরণ করবে। ৩ কিলোমিটার দীর্ঘ পথের পাশে দশ হাজারেরও বেশি চেরি ফুলের গাছ লাগানো আছে। চেরিফুল ও ল্যাভেন্ডারের অদ্ভুত সমাহার দেখা যায় এখানে।
উত্সবে প্রবেশের টিকিটের দাম ৬০ ইউয়ান।
ষষ্ঠ পাতালিং মহাপ্রাচীর খুবানি ফুল উত্সব