বিশ্ব 'ইন্টারনেট অব থিংস' মেলা গত শনিবার চীনের চিয়াংসু প্রদেশের উ শি শহরে শুরু হয়। চীনের শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং চিয়াংসু প্রদেশের স্থানীয় সরকারের যৌথ উদ্যোগে 'ডিজিটাল অর্থনীতি, ইন্টারনেট অব থিংস যুগ' প্রতিপাদ্যে এবারের মেলা অনুষ্ঠিত হয়।
এসেছে ধান কাটার মৌসুম। চীনের হুপেই প্রদেশের শিয়াংইয়াং শহরে পাওখাং জেলার মাছিয়াও গ্রামে কৃষকরা মেশিনে ধান কাটতে শুরু করেছেন।
গত ১৫ থেকে ১৯ অগাস্ট পর্যন্ত বেইজিংয়ে বিশ্ব রোবট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চলুন, ঘুরে দেখা যাক, কী কী রোবট আছে এখানে। ১. নৃত্যশিল্পী রোবট
গত ১৫ থেকে ১৯ অগাস্ট পর্যন্ত বেইজিংয়ে বিশ্ব রোবট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চলুন, ঘুরে দেখা যাক, কী কী রোবট আছে এখানে।
তৃতীয় বিশ্ব রোবট সম্মেলন ১৫ অগাস্ট বেইজিংয়ে শুরু হয়। সম্মেলন বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
বিশ্বে ফাইভ-জি নেটওয়ার্ক নিয়ে কৌশলগত প্রতিযোগিতা ইতোমধ্যে শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে: ফাইভ-জি বা পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক আমাদের জীবনে কী কী পরিবর্তন আনতে পারে?
২০১৬ সালের অক্টবর মাসের ২১ থেকে ২৫ তারিখে দ্বিতীয় বিশ্ব রোবট সম্মেলন চীনের পেইচিংয়ে অনুষ্ঠিত হয়। প্রথম বিশ্ব রোবট সম্মেলনে ১৩টি দেশ ও অঞ্চলের ৩০০-রও বেশি রোবট ক্ষেত্রের শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণামুলক সংস্থা সম্মেলনে অংশগ্রহণ করেন।
২০১৫ সালের ২৩ থেকে ২৫ নভেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্ব রোবট সম্মেলন।এই সম্মেলনে বিশ্বের ১৩টি দেশ ও অঞ্চলের দুইশ'রও বেশি রোবট খাতের শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণামূলক সংস্থা অংশগ্রহণ করে।
বেইজিং অ্যারোনটিক্স এন্ড অ্যাস্টোনটিক্স বিশ্ববিদ্যালয়ের মহাকাশ রোবট ল্যাবের গবেষণায় তৈরি ই-বিটল রোবটের কাঁকড়ার মতো অনেকগুলো পা আছে। এ রোবটের পাগুলো সমন্বিত নড়াচড়ার মাধ্যমে অনেক কাজ করতে পারে।
এক বছর আগে চীনের টেনসেন্ট কোম্পানি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চিকিত্সা ব্যবস্থা 'এআইএমআইএস' উদ্বোধন করে। এক বছর ধরে এ ব্যবস্থা চীনের শতাধিক হাসপাতালের ব্যবহার করে এসোফাগিল ক্যান্সার, কোলোরেক্টল ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, স্তন ক্যান্সার, সার্ভিকাল ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগ সনাক্ত করায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ ব্যবস্থার প্রয়োগে চার লাখ রোগী উপকৃত হয়েছেন।
শিনসুং কোম্পানির তৈরি রোবট মঞ্চে সুন্দরভাবে নাচতে পারে। শিল্প ও শিল্পকলা, এ দু'টি বিষয় সংযুক্তির একটি নমুনা হচ্ছে শিনসুং নাচের রোবট। উচ্চ মানের প্রযুক্তির ব্যবহারে রোবটটি জটিল নাচের মুভমেন্ট করতে পারে এবং দর্শকদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারে। এ ধরনের রোবট বর্তমানে স্বয়ংক্রিয় পার্কিং ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আগামী ১৫ থেকে ১৯ অগাস্ট বেইজিংয়ে অনুষ্ঠিত হবে 'তৃতীয় বিশ্ব রোবট সম্মেলন'। এবারের সম্মেলনে দৃষ্টি আকর্ষণকারী রোবটের মধ্যে মানুষের দৈনন্দিন কাজে সহযোগী 'পরিষেবা রোবট' বেশ গুরুত্ব পেয়েছে। পরিষেবা রোবটগুলো মানুষের জীবনযাত্রায় কার্যকর সহযোগী হবে বলে ধারণা করা হচ্ছে।
আগামী ১৫ থেকে ১৯ অগাস্ট বেইজিংয়ে অনুষ্ঠিত হবে 'তৃতীয় বিশ্ব রোবট সম্মেলন'। এবারের সম্মেলনে দৃষ্টি আকর্ষণকারী রোবটের মধ্যে মানুষের দৈনন্দিন কাজের সহযোগী পরিষেবা রোবট বেশ আকর্ষণীয়। পরিষেবা রোবটগুলো মানুষের জীবনযাত্রায় কার্যকর সহযোগী হবে বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার পিয়ং ছাং শীতকালীন অলিম্পিকসের সময় একটি মশালধারী রোবট মানুষের দৃষ্টি আকর্ষণ করে। 'হুবো' নামের সেই রোবটটি ছিল প্রথম বিশ্ব রোবট সম্মেলনের 'স্টার রোবট'।
আমেরিকা,ইউকে,অষ্ট্রেলিয়া ও কানাডার পাশাপাশি এশিয়ার দেশ চীনও এখন বিদেশী শিক্ষার্থীদের আকর্ষণ করতে শুরু করেছে।