জুন ১৯: গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ শরণার্থী সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষ নাগাদ বিশ্বে গৃহহীন লোকের সংখ্যা ছিল ৭ কোটি ৯৫ লাখ। অর্থাত্ প্রতি একশ মানুষের মধ্যে একজন শরণার্থী রয়েছেন।
২০ জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষ্যে ‘বিশ্বের প্রবণতা' প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ শরণার্থী সংস্থা। ২০১০ সাল থেকে এ পর্যন্ত বিশ্বে গৃহহীন লোকসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। গৃহহীনদের মধ্যে শিশুদের পরিমাণ ৩ কোটি থেকে ৩.৪ কোটির মধ্যে; অনেক শিশু তাদের বাবা-মা'র সঙ্গে থাকার সুযোগ পায় না।
প্রতিবেদনে বলা হয়, এই গৃহহীন মানুষদের মধ্যে অনেকেই আর জন্মস্থানে ফিরে যেতে পারে না, যা খুবই দুঃখজনক ব্যাপার!
(সুবর্ণা/তৌহিদ/রুবি)