জুন ১০: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি নিং সিয়া পরিদর্শনের সময় বলেন, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির কার্যক্রম অনুযায়ী, স্থিতিশীলতার সঙ্গে সার্বিক সুষম সমাজ প্রতিষ্ঠার নির্ণায়ক লড়াইয়ে জয়লাভ করা এবং অব্যাহতভাবে সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ সুন্দর নিং সিয়া গঠনের কাজ সামনে এগিয়ে নেওয়া প্রয়োজন।
গত ৮ থেকে ১০ জুন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং স্থায়ী পৌর সরকারের সিপিসি’র সম্পাদক ছেন রুন এর, পৌর সরকারের গভর্নর সিয়ান হুই’র সঙ্গে পর্যায়ক্রমে উ চুং ও ইন ছুয়ানসহ নানান স্থান পরিদর্শন করেন। তিনি গ্রাম, কমিউনিটি, বন্যা প্রতিরোধক প্রকল্প ও কৃষি শৈল্পিক বাগানসহ নানা স্থানের খোঁজখবর নেন। সে সময় তিনি কোভিড-১৯ প্রতিরোধকাজের স্বাভাবিকতা, অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম বেগবান, দারিদ্র্যবিমোচনের সাফল্য সুসংহতকরণ, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং জাতিগত ঐক্য জোরদারসহ নানা বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
৮ জুন সি চিন পিং সর্বপ্রথমে উ চুং শহরের হোং সি পাও উপজেলার হোং তে গ্রাম পরিদর্শন করতে যান। হোং তে গ্রামে বর্তমানে ১৬৯৯টি পরিবারের ৭০১৩ সদস্য বাস করছেন। অনেকে ইউয়ান চৌ ও থোং সি উপজেলা থেকে স্থানান্তরিত হয়েছেন। এ গ্রাম গত বছর সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত হয়। হোং তে গ্রামে সি চিন পিং গ্রামবাসী লিউ খ্য রুই'র পরিবারের সবার সঙ্গে কথা বলেন। ৪৭ বছর বয়সী লিউ খ্য রুই ৫ বছর আগে গাড়ি-দুর্ঘটনায় ডান পা হারান। তার পুরো পরিবার শ্রমিক হিসেবে কাজ করে। ২০১৭ সালে তার পরিবার দারিদ্র্যমুক্ত হয়। সি চিন পিং লিউ খ্য রুই দম্পতির খোজঁখবর নেন। তিনি বলেন, এ গ্রামের সকল বসবাসকারীর প্রতি নিজের সৃজনশীলতার মাধ্যমে আরও সুন্দর জীবন গড়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।