জুন ৬: বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবার প্রাক্কালে, গত শুক্রবার চীনের চিকিৎসা সহায়তাদল, ঢাকায় চীনা দুতাবাস, হাইনান প্রদেশের স্বাস্থ্য কমিশন এবং হাইনান প্রদেশের বিদেশবিষয়ক কার্যালয়ের সঙ্গে একটি ভিডিও-সম্মেলনে অংশগ্রহণ করে। ভিডিও-সম্মেলনে চিকিৎসা সহায়তাদলের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মত বিনিময় হয়। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদুত লি চি মিং, চীনা দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর ইয়ান হুয়া লোং, হাইনান প্রদেশের স্বাস্থ্য কমিশনের উপপ্রধান, চিকিৎসা সহায়তাদলের প্রধান লি ওয়েন সিউ, হাইনান প্রদেশের বিদেশবিষয়ক কার্যালয়ের কর্মকর্তা, এবং চিকিৎসা সহায়তাদলের বাকি সদস্যরা ভিডিও-সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে রাষ্ট্রদূত লি চি মিং বলেন, চীন ও বাংলাদেশ হচ্ছে পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ; দু’দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে। সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনালাপে বাংলাদেশে চিকিৎসা সহায়তাদল পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে প্রতিশ্রুতি অনুসারেই চিকিৎসা সহায়তাদলটি বাং লাদেশে আসছে। বিদেশ থেকে বাংলাদেশে কোভিড-১৯ মহামারী মোকাবিলায় নিয়োজিত এটিই প্রথম দল। এর দায়িত্ব ভারী, মিশন কঠিন। বাংলাদেশ এ দলের কাছ থেকে অনেককিছু আশা করছে। এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের মহামারী পরিস্থিতিও তুলে ধরেন।