মে ২৪: আজ (রোববার) বিকেলে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের হুপেই প্রতিনিধিদলের পর্যালোচনায় অংশ নেন।
হুপেই হলো চীনে নভেলকরোনাভাইরাস মহামারীতে সবার আগে আক্রান্ত প্রদেশ। সি চিন পিংয়ের নেতৃত্বে উহান শহর ও হুপেই প্রদেশ তিন মাস সময়ের মধ্যে মহামারী নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মার্চ মাসের শুরুর দিকে সি চিন পিং বিশেষভাবে হুপেই প্রদেশের উহান শহর পরিদর্শন করেন। (লিলি/আলিম/শুয়ে)